Home » শপথ নিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী, ইসমাইল সাবরি ইয়াকুব

শপথ নিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী, ইসমাইল সাবরি ইয়াকুব

কর্তৃক xVS2UqarHx07
306 ভিউজ

নিজস্ব ডেস্ক:

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইসমাইল সাবরি ইয়াকুব। আর এর মাধ্যমে দেশটির ক্ষমতায় ফিরল দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দল।
পার্লামেন্টে আস্থা ভোটে হেরে মুহিউদ্দিন ইয়াসিন ক্ষমতা হারানোর পর দেশটির বৃহত্তম দল ইউনাইটেড মালয়েজ ন্যাশনাল অরগানাইজেশন (উমনো) থেকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন পান ৬১ বছর বয়সী ইয়াকুব। তিনি ছিলেন মুহিউদ্দিন সরকারের ডেপুটি।
শনিবার তিনি দেশটির রাজা আল-সুলতান আবদুল্লাহর কাছে জাতীয় প্যালেসে শপথ নেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকসহ জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন।শপথ গ্রহণের মাধ্যমে তিনি হলেন মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী। এছাড়া তিনি হলেন ২০১৮ সালের নির্বাচনের পরে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়া তৃতীয় ব্যক্তি।করোনা মহামারী রোধে ব্যর্থতার অভিযোগে গত মাসে মহিউদ্দিন সরকারের উপর থেকে উমনো সমর্থন প্রত্যাহার করে নেয়ায় ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন মুহিউদ্দিন ইয়াসিন।,

সূত্র: সময়ের কন্ঠস্বর

০ মন্তব্য

You may also like

মতামত দিন