Home » মুজিবনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মুজিবনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
27 ভিউজ

আমঝুপি অফিস:

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মেহেরপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টার সময় মুজিবনগরে উপজেলায় এ সভার আয়োজন করা হয়।

মোশারফ হোসেন সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী আমীর ও এক আসনের সংসদ পদপ্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি আল আলামিন বকুল, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, হাবিবুর রহমান ও আব্দুল মালেক।

বক্তারা বলেন, শিক্ষক জাতি গঠনের কারিগর এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তারা শিক্ষকদের মর্যাদা, অধিকার ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে উপস্থিত শিক্ষক ও অতিথিদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন