Home » হাটবোয়ালিয়ায় নিবন্ধন ছাড়াই পশুখাদ্য ভূষি উৎপাদন মিল মালিককে জরিমানা ১৫ হাজার টাকা।

হাটবোয়ালিয়ায় নিবন্ধন ছাড়াই পশুখাদ্য ভূষি উৎপাদন মিল মালিককে জরিমানা ১৫ হাজার টাকা।

কর্তৃক ajkermeherpur
154 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া নতুন বাজারে অনিবন্ধিত পশুখাদ্যের ভূষি উৎপাদন ও বিক্রির অভিযোগে ‘সুমন ফ্লাওয়ার মিল’কে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।

অভিযানে প্রসিকিউশন করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. এ. এন. এম. মোস্তাকিম মুকুট। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. মাহমুদুল হকও উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধন ছাড়াই পশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ৪ ধারা অনুযায়ী মিলের মালিক মো. সুমন বিশ্বাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে নিবন্ধনবিহীনভাবে কোনো পশুখাদ্য উৎপাদন বা বিক্রি না করার শর্তে তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. মাহমুদুল হক বলেন, ‘অননুমোদিতভাবে পশুখাদ্য উৎপাদন ও বিক্রির ফলে প্রাণিসম্পদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।’

০ মন্তব্য

You may also like

মতামত দিন