Home » হাসিনার সঙ্গে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়েছে : রাশেদ খান

হাসিনার সঙ্গে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়েছে : রাশেদ খান

কর্তৃক xVS2UqarHx07
50 ভিউজ

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের আলোচনায় ডাকা হয়েছিল। আমরা উপদেষ্টাদের কাছ থেকে যতটুকু শুনেছিলাম, আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। তবে আলোচনার ধারা দেখে মনে হলো, যেন আমরা নতুনভাবে শুরু করছি।”

রাশেদ খান আরও বলেন, “আজকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আমরা যেন শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়েছি। বিশেষ করে কিছু দল, যারা শেষ পর্যন্ত একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের পক্ষে গণভোটের পক্ষে ছিল, তারা আজ ইউ-টার্ন দিয়েছে। এখন বলছে, জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে। আমরা স্পষ্ট করেছি, এ ধরনের দ্বিমুখী মনোভাব জনগণ পছন্দ করে না। সকাল একটা বলবেন, বিকেলে অন্যটা—এভাবে চলতে পারে না।”

তিনি জানান, “ঐকমত্য কমিশনে আমাদের অবস্থান হলো—গণ-অভ্যুত্থানের পর গঠিত কমিশনের সামনে এগোবার কথা। আজকের আলোচনার ধারা দেখে মনে হলো আমরা আবার পেছনে ফিরে যাচ্ছি। একইভাবে, আজকের আলোচনায় হতাশ হয়েছেন যেমন উপদেষ্টা, তেমনই আমরা। জনগণ এমন অবস্থার আশা করে না।”

রাশেদ খান আরও বলেন, “সরকার জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে তারা জাতির জন্য একটি সেরা নির্বাচন উপহার দেবে। কিন্তু আমরা নির্বাচনের প্রস্তুতি না নিয়ে প্রতিদিন মতপার্থক্য দেখাচ্ছি। নয়টি রাজনৈতিক দল বসেছিলাম, আলোচনা করেছি। আজকের আলোচনায় তাদের মধ্যে ভিন্নমত দেখা গেছে, যা সিদ্ধান্তে পৌঁছাতে বাধা দিচ্ছে।”

০ মন্তব্য

You may also like

মতামত দিন