Home » গাংনীতে ইয়াবা পাচারকালে যুবদল নেতাসহ তিন জন আটক।

গাংনীতে ইয়াবা পাচারকালে যুবদল নেতাসহ তিন জন আটক।

কর্তৃক ajkermeherpur
63 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে ইয়াবা পাচারকালে যুবদল নেতাসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তেরাইল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশের দাবী, আটক ৩জনই চিহ্নিত মাদক পাচারকারী।

আটককৃতরা হচ্ছে- গাংনীর ভোমরদহ গ্রামের মোস্তফার ছেলে ওমর ফারুক(২৫), হিজলবাড়িয়ার নুরুজ্জামানের ছেলে সজীব (২৮) এবং মালসাদহ গ্রামের আয়ুব আলীর ছেলে ও গাংনী পৌরসভার ৫ নম্বর ওর্য়াড যুবদলের সাধারণ সম্পাদক আসাদ(২৮)। আটকদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গাংনীর বামন্দী ইউনিয়নের তেরাইল চেয়ারম্যান পাড়া দিয়ে মাদক পাচার হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালানো হয়। এসময় দুটি মোটরসাইকের গতিরোধ করে তিনজন যাত্রির দেহ তল্লাশী চালিয়ে ইয়াবা পাওয়া গেলে তাদেরকে আটক করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন