Home » আমঝুপি নীলকুঠিতে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আমঝুপি নীলকুঠিতে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
66 ভিউজ

আমঝুপি অফিস:

১৫ অক্টোবর, ২০২৫, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠিতে “সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন” শীর্ষক এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্প, এফসিডিও’র আর্থিক সহযোগিতায়।

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির মহিলা দলের সভানেত্রি সায়্যেদাতুন্নেসা নয়ন। সঞ্চালনা করেন পিএফজি সমন্বয়কারী মুজাহিদ আল মুন্না। দি হাঙ্গার প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন পিস অ্যাম্বাসেডর ও জেলা সেচ্ছাসেক দলের সভাপতি মো: আজমল হোসেন মিন্টু, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খায়রুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেসবাহ উদ্দীন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো মনিরুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক সাধারন সম্পাদক উপজেলা বিএনপি মো: সাইফুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামের সাধারন সম্পাদক মো: জব্বারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমির মো: মহাসিন আলি, ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক রাকিবুল আলম মুক্ত, সাবেক ভূমি কর্মকর্তা আক্তার হোসেন, বিএনপি নেতা আব্দুস সাত্তার মুক্তা, পুজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জিত পাল বাপ্পি, এবং পিএফজি, ওয়াইপিএজি ও নারী নেটওয়ার্কের সদস্যবৃন্দসহ আমঝুপির স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।

রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও সহিংসতা পরিহার করে সংলাপ ও সম্প্রীতির মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়। যুবসমাজকে মানবতা, ভালোবাসা ও সম্প্রীতির চর্চায় উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরা হয়।সহিংসতার কারণে সাধারণ জনগণের ক্ষতির কথা তুলে ধরে নেতৃবৃন্দ রাজনৈতিক সহনশীলতা ও এক প্ল্যাটফর্মে আসার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

এছাড়া বক্তারা আরো বলেন, ভুল করলে সংশোধনের সুযোগ থাকা উচিত, দ্বন্দ্ব নয়। অতীত সরকারের সহিংস আচরণ ও ভোটাধিকার হরণের সমালোচনা করে ভবিষ্যতে সচেতন থাকার আহ্বান জানান অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমঝুপির রাজনৈতিক, শিক্ষা, খেলাধুলা ও অন্যান্য ক্ষেত্রের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে তুলে ধরেন এবং মাননীয় জেলা প্রশাসকের নির্দেশে নীলকুঠিতে অবকাঠামো নির্মানের বিষয়ে অবহিত করেন। এছাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা সকলকে সাথে নিয়ে সম্প্রীতির মেহেরপুর গড়ে তুলার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

সভাপতির সমাপনী বক্তব্যে সায়্যেদাতুন্নেসা নয়ন বলেন মানুষের মনুষত্বের ভিতর শান্তি লুকিয়ে থাকে যা কাজের মাধ্যমে প্রকাশিত করতে হয়। তেমনি করে আমাদের কাজের মাধ্যমে আমরা সম্প্রীতির মেহেরপুর তথা আমাদের রাষ্ট্র বিনির্মানের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন