Home » মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
50 ভিউজ

পাটজাত পন্য ব্যবহার না করার অপরাধে মেহেরপুরের গাংনীর দুই চাল ব্যবসায়িকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, পাট ও পাটজাত পণ্য ব্যবহারের জন্য বিভিন্ন সময়ে ব্যবসায়িদের সচেতন করা হয়। এর পরও ব্যবসায়িরা সেটি ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছেন। এরই আলোকে গাংনী বাজারের সরব ট্রেডার্সে অভিযান চালানো হয়। পাটজাত পন্য ব্যবহার না করার কারনে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪/১৪ ধারা অনুযায়ি ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে একই অপরাধে একই ধারা অনুযায়ি মেসার্স কাবরান ট্রেডার্সকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন গাংনী থানা পুলিশের একটি টীম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নাবিদ হোসেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন