Home » মুজিবনগরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত আমজাদ হোসেনের পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

মুজিবনগরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত আমজাদ হোসেনের পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

কর্তৃক xVS2UqarHx07
55 ভিউজ

মুজিবনগরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত আমজাদ হোসেনের পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত আমজাদ হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী। মানবিক সহায়তার অংশ হিসেবে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪টার সময় বাবুপুর গ্রামে নিহত আমজাদ হোসেনের বাড়িতে গিয়ে এ সহায়তা প্রদান করেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান।

এ সময় উপস্থিত ছিলেন মহাজনপুর ইউনিয়ন পরিষদের সদস্য (প্রার্থী) আসাদুজ্জামান মিলন, স্থানীয় নেতা এরশাদ হোসেন, তৌহিদুল ইসলামসহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।

জানা গেছে, কিছুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমজাদ হোসেন মারা যান। তার মৃত্যুতে পরিবারটি গভীর আর্থিক সংকটে পড়ে। বিষয়টি জানার পর মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী মানবিক দায়িত্ববোধ থেকে এ সহায়তা প্রদান করে।

নেতৃবৃন্দ বলেন, “মানবিক বিপর্যয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। সমাজে এই সহযোগিতা ও ভ্রাতৃত্বের চেতনা আরও ছড়িয়ে দিতে হবে।”

০ মন্তব্য

You may also like

মতামত দিন