Home » মুজিবনগরে অসহায় বৃদ্ধ আবুল কাশেমের পাশে জামায়াতে ইসলামী

মুজিবনগরে অসহায় বৃদ্ধ আবুল কাশেমের পাশে জামায়াতে ইসলামী

কর্তৃক xVS2UqarHx07
16 ভিউজ

মুজিবনগরে অসহায় বৃদ্ধ আবুল কাশেমের পাশে জামায়াতে ইসলামী

নাম আবুল কাশেম (৭৫), পিতা মৃত মুনছদ্দী আলী,বাড়ি মেহেরপুর জেলার মুজিবনর উপজেলার শিবপুর গ্রামে। কাধে বাক নিয়ে দীর্ঘ্য ৫৪ বছর ধরে পান চুনের ব্যবসা করে আসছেন। বয়সের ভারে কাধে বোঝা নিয়ে গ্রামে গ্রামে পান চুন বিক্রয় করা তার পক্ষে আর সম্ভব হচ্ছেনা । আগের মত আর বেচাবিক্রিও হয়না। মাঝে মাঝে লাভ ছাড়া খালী পকেটে ফিরতে হয়। স্বামী স্ত্রী দুজনার সংসার। একছেলে একমেয়ে বিবাহ হয়েছে। তারা তাদের মত সংসার করে। মুরুব্বির অনেক দিনের ইচ্ছা কয়টা টাকা পেলে চোখের চিকিৎসাটা করাবে আর কিছু বাদাম, ছোলা কিনে গ্রামের হাইস্কুলে ছাত্রছাত্রীদের নিকট বসে বসে বিক্রয় করবে।

জনাব আবুল কাশেমের এই ইচ্ছার পাশে দাড়ালো মুজিবনগর উপজেলা জামায়াত। আজ২৯ অক্টোবর/২৫ ইং তারিখ রোজ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ৬ নং ওয়ার্ডে আবুল কাশেমকে ব্যবসা করার জন্য বাদাম,ছোলা কিনে দেওয়া হয়, সাথে চোখের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।

মোনাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি জনাব আসলাম হোসেনের সভাপতিত্বে অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাও. তাজউদ্দীন খান।

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি জনাব জারজিস হুসাইন,মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর মাও. খানজাহান আলী,উপজেলা সেক্রেটারি জনাব খাইরুল বাসার,উপজেলা শ্রমিক কল্যান সভাপতি জনাব ফজলুল হক গাজী,উপজেলা বাইতুলমাল সেক্রেটারি জনাব আমির হোসেন,মোনাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সভাপতি জনাব আসাদুল হক প্রমুখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন