Home » আজ “আজকের মেহেরপুর” সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা জন্মদিন

আজ “আজকের মেহেরপুর” সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা জন্মদিন

কর্তৃক xVS2UqarHx07
34 ভিউজ

আজ “আজকের মেহেরপুর” সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা জন্মদিন

আজ ০৪শে নভেম্বর ২০২২ “আজকের মেহেরপুর” সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা জন্মদিন। তিনি ১৯৯৮ সালের মেহেরপুর জেলা আমঝুপি ইউনিয়নের তিনি এই দিনে সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন।

২০১৫ সাল থেকে চ্যানেল ২৪ মেহেরপুর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও মাছরাঙ্গা টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত ভাইয়ের হাত ধরে সাংবাদিকতা কাজ শুরু করেন। তার পর দৈনিক সংগ্রাম মেহেরপুর প্রতিনিধি আক্তারুজ্জামান ভাইয়ের সাথে কাজ করেন।

তার শুভ জন্মদিন উপলক্ষে “আজকের মেহেরপুর” পত্রিকার উপদেষ্টা মাহবুব আলম, আজকের মেহেরপুর ব্যবস্থাপনা সম্পাদক
মামুনুর রশিদ (মামুন) সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, প্রশাসনিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।

শুভ জন্মদিনে প্রিয় সম্পাদক ও প্রকাশকে “আজকের মেহেরপুর” পরিবারের গ্রুপের পক্ষ থেকে প্রান ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

এসেছে জন্মদিন এক বছর পরে,

দোয়া করি হৃদয় থেকে মন ভরে,

সারা জীবন থেকো যেন হাসি মুখে।

জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায় এবারে

হাসি মুখে গ্রহণ কর হৃদয়ের তরে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন