স্টাফ রিপোর্টার:
মেহেরপুর জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে “উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫”-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় দর্শকদের উপস্থিতিতে স্টেডিয়াম উৎসবমুখর হয়ে ওঠে।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় আমঝুপি ইউনিয়ন ও শ্যামপুর ইউনিয়ন ফুটবল দল। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল গোলশূন্য ড্র করলে পরবর্তীতে ট্রাইব্রেকারে শ্যামপুর ইউনিয়ন জয়লাভ করে।
খেলা শেষে বিজয়ী শ্যামপুর ইউনিয়ন দলকে ট্রফি ও ২০ হাজার টাকা এবং রানার্স আপ আমঝুপি ইউনিয়ন দলকে ট্রফি ও ১৫ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা, সহকারী কমিশনার শেখ তহিদুল কবির, সদর থানার তদন্ত ইন্সপেক্টর আমিনুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল এনামুল কবির, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন, বারাদি ইউনিয়ন পরিষদের প্রশাসক রকিবুল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফরুল মাস্টার এবং শ্যামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস. এম. ইকবাল হোসেন।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় প্রধান অতিথি বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলাপূর্ণ ও মাদকমুক্ত জীবনের পথে এগিয়ে নিতে অনুপ্রাণিত করে।”
উল্লেখ্য, এ টুর্নামেন্টের সার্বিক আয়োজন করে মেহেরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা।

