নিজস্ব প্রতিনিধি:
।।সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুর কর্তৃক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হাতিয়ে নেওয়া ভিকটিমের সর্বমোট ১,১৮,৪০০/= (এক লক্ষ আঠারো হাজার চারশত) টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের ৪৯ (ঊনপঞ্চাশ) টি হারানো মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরঃ
মেহেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়ের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আতিকুল হক এর সার্বিক দিক নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুরের চৌকস টিম মেহেরপুর জেলার বিভিন্ন থানার জিডি এবং অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হাতিয়ে নেওয়া ভিকটিমের সর্বমোট ১,১৮,৪০০/= (এক লক্ষ আঠারো হাজার চারশত) টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের ৪৯ (ঊনপঞ্চাশ) টি হারানো মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
ভুক্তভোগীরা অত্যন্ত খুশি হয়ে বাংলাদেশ পুলিশ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মেহেরপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

