Home » ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আ’গু’ন

ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আ’গু’ন

কর্তৃক ajkermeherpur
34 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা বাসটিতে যাত্রী ছিল কি না, তা এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির পাশে কয়েকজন তরুণ হেঁটে যাচ্ছিলেন। কিছুক্ষণ পরই হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এখনো স্পষ্ট নয়, এটি দুর্ঘটনা নাকি নাশকতা।

উল্লেখ্য, আজ ভোরে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকাতেও দুটি ভিক্টর পরিবহনের বাসে আগুন লেগেছিল।

০ মন্তব্য

You may also like

মতামত দিন