Home » ছাত্রীর ‘মন’ নিয়ে দুই শিক্ষার্থীর মা’রামা’রি, কলেজ বন্ধ ঘোষণা

ছাত্রীর ‘মন’ নিয়ে দুই শিক্ষার্থীর মা’রামা’রি, কলেজ বন্ধ ঘোষণা

কর্তৃক ajkermeherpur
60 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ জিকেপি কলেজে এক ছাত্রীকে দুই ছাত্র পছন্দ করাকে কেন্দ্র করে সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। দীর্ঘ ছয় ঘণ্টা উত্তেজনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্ট সময়ের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে।

কলেজ সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ভালোবাসার প্রস্তাব দেন। একই মেয়েকে প্রথম বর্ষের আরেক শিক্ষার্থীও পছন্দ করায় তাদের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হয়। এ নিয়ে সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণে তর্ক-বিতর্ক শুরু হয়ে ধীরে ধীরে দুই বর্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।একপর্যায়ে স্থানীয় কিছু বাসিন্দা কলেজের টিনশেড সীমানাপ্রাচীর ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী জানান, “একজন মেয়েকে দুইজন ভালোবাসে। কে আগে ভালোবেসেছে, তা নিয়েই মূলত ঝগড়ার সূত্রপাত হয়।”

জিকেপি কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে কলেজ পরিচালনা কমিটির জরুরি সভায় অনির্দিষ্ট সময়ের জন্য কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, “এক মেয়েকে দুজন ছাত্র পছন্দ করাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে।”

০ মন্তব্য

You may also like

মতামত দিন