স্টাফ রিপোর্টার মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এ খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৭০ জন শিক্ষার্থীর মাঝে শুকনা খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপালি খাতুন প্রমুখ।

