স্টাফ রিপোর্ট মেহেরপুর:
৪ দিনের ব্যবধানে মেহেরপুরে নতুন জেলা প্রশাসক পদায়ন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ এনামুল কবিরকে মেহেরপুরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। এরই মধ্যে তিনি মেহেরপুরের যোগদানের আগেই তার পদায়ন বাতিল করে নতুন জেলা প্রশাসক পদায়ন করা হয়েছে। এদিকে মেহেরপুরের বিদায়ী জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম গতকাল মেহেরপুরের শেষ দিনের অফিস করেছেন।

