Home » মেহেরপুরে ছাত্রশিবিরের সুধী সমাবেশ

মেহেরপুরে ছাত্রশিবিরের সুধী সমাবেশ

কর্তৃক ajkermeherpur
31 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভোট কেনা সম্ভব নয় এবং বিএনপি অতীতে বিভিন্ন সময়ে চাঁদাবাজির মাধ্যমে যে অর্থ সংগ্রহ করেছে, সেই অর্থ ব্যবহার করে ভোট প্রভাবিত করার চেষ্টা করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হলে জেলা ইসলামী ছাত্রশিবির আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, “বিএনপি যে পরিমাণ টাকা চাঁদাবাজির মাধ্যমে সংগ্রহ করেছে, তা জনগণের স্বার্থে ব্যবহার করে না। জনগণের কাছ থেকে আদায়ের পর ভোটের সময় কিছু টাকা বিলি করে থাকে। কিন্তু বিএনপিকে ভোট দিলে তারা আবার সেই টাকা উসুল করবে।”

তিনি আরও দাবি করেন, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলটির বহু নেতা-কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং শিবিরের নাম ব্যবহার করে বিভিন্ন তালিকা প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান, সাধারণ সম্পাদক ইকবাল হুসাইন, মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি আল আমিন বকুল এবং জেলা শিবিরের সেক্রেটারি মো. সাইদুর রহমান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন