স্টাফ রিপোর্টার মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের প্রার্থী মাসুদ অরুন গণসংযোগ করেছেন।
শনিবার বিকেলে শ্যামপুর বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে মাসুদ অরুন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের মাঝে প্রচারপত্র বিলি করেন।
এ সময় উপস্থিত ছিলেন—বিএনপি নেতা মো. ইমরান হোসেন, বজলুর রহমান, তোফাজ্জেল হোসেন, রাজু আহমেদ, ইউনিয়ন যুবদলের সম্পাদক সেলিম রেজা।

