Home » মেহেরপুরের ৮ নম্বর ওয়ার্ডে মহিলা দলের উঠান বৈঠক

মেহেরপুরের ৮ নম্বর ওয়ার্ডে মহিলা দলের উঠান বৈঠক

কর্তৃক ajkermeherpur
15 ভিউজ

মেহেরপুরের ৮ নম্বর ওয়ার্ডে মহিলা দলের উঠান বৈঠক
নিজস্ব প্রতিনিধি

মেহেরপুরে জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার উদ্যোগে ৮ নম্বর ওয়ার্ডের ভূমি অফিসপাড়ায় এক উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার বিকেলে জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সভাপতি সাইয়েদাতুন নেসা নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর বিশ্বাস বলেন, আপনারা যারা ১০ কেজি চাল, মাতৃত্বভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা সামান্য একটি জমির জন্য কষ্ট করেছেন এই কষ্ট আর থাকবে না। আগামী দিনে কোনো গরিব মানুষ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে না। গরিব মানুষকে আর পৌরসভায় ছুটতে হবে না, বরং পৌরসভাই মানুষের দরজায় পৌঁছাবে।
তিনি আরও বলেন, আমরা যে কর্মসূচি নিয়েছি, সেই কর্মসূচিতে দশ কেজি চালের জন্য আর কাউকে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে হবে না। আমাদের সরকার নিজ উদ্যোগে চাল মানুষের বাড়িতে পৌঁছে দেবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি এম. এ. বারি ফারুক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা জব্বার, মহিলা নেত্রী মোছাঃ পারুলা, দীল আফরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন