Home » মেহেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি, একটি গরু দগ্ধ

মেহেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি, একটি গরু দগ্ধ

কর্তৃক ajkermeherpur
38 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এতে একটি গরুও দগ্ধ হয়েছে। রবিবার বেলা সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, আমঝুপি ইউনিয়নের খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আলিমুদ্দিনের ছেলে হেলালুদ্দিনের বাড়িতে বৈদ্যুতিক শর্ট–সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন কক্ষে।

আগুনে গোয়ালঘরে থাকা একটি গরু দগ্ধ হওয়ার পাশাপাশি একটি মোটরসাইকেল, তিনটি বাইসাইকেল, সেলাই মেশিনসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন