নিজস্ব প্রতিনিধি:
গাজার যুদ্ধবিরতি ৪৯৭ বার লঙ্ঘন করেছে ইসরায়েল
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া গাজার যুদ্ধবিরতি অন্তত ৪৯৭ বার লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল। শনিবার (২২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।
গত ১০ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায়। কিন্তু শুরু থেকেই এটি ভঙ্গুর অবস্থায় ছিল।
৪৪ দিন বয়সী এ যুদ্ধবিরতি ৪৯৭ বার ভঙ্গ করে শত শত মানুষকে হত্যা করেছে দখলদাররা। যারমধ্যে বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক মানুষ।
শুধুমাত্র গতকাল শনিবারই ২৭ বার চুক্তি ভঙ্গ করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২৪ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছে।
গাজার মিডিয়া অফিস বলেছে, এগুলো শুধুমাত্র মানবাধিকারই নয়, চুক্তিতে যে মানবিক প্রটোকলের কথা আছে সেটিরও লঙ্ঘন।
যুদ্ধবিরতি শুরু হওয়ার দেড় মাস হয়ে গেলেও এখনো গাজায় পুরোদমে ত্রাণ সহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকরের দিন থেকে প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ ঢোকার কথা থাকলেও গড়ে ১৫০টি বা তারও কম ট্রাক ঢুকেছে।
গতকাল হামলার অজুহাত হিসেবে ইসরায়েল বলেছে, হামাসের এক যোদ্ধা তাদের সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। হামাসের পলিটিক্যাল ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য ইজজাত আল-রিসেক দখলদার ইসরায়েলকে চ্যালেঞ্জ দিয়েছেন, ওই হামাস সদস্যের পরিচয় যেন তারা প্রকাশ করে। তিনি বলেছেন, ইসরায়েল গাজার মানুষকে নির্মূলের জন্য নতুন অজুহাত খুঁজতে হামলার নাটক সাজাচ্ছে।
সংবাদমাধ্যম আলজাজিরা সাংবাদিক তারেক আবু আজম গাজা সিটি থেকে জানিয়েছেন, যুদ্ধবিরতি শুধুমাত্র কাগজেই আছে, বাস্তবে নেই। কারণ যুদ্ধবিরতির চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল যখন খুশি তখন বিমান হামলা চালাচ্ছে।
সূত্র: আলজাজিরা

