Home » গাংনীতে নিখোঁজের একদিন পর শিশু আনসারীর মরদেহ উদ্ধার

গাংনীতে নিখোঁজের একদিন পর শিশু আনসারীর মরদেহ উদ্ধার

কর্তৃক ajkermeherpur
100 ভিউজ

স্টাফ রিপোর্টার:

মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামে নিখােঁজের একদিন পর বাড়ির পাশের একটি গর্ত থেকে শিশু আনসারীর মরদেহ উদ্ধার করেছে পরিবারের লােকজন ও প্রতিবেশীরা। শিশু আনসারী ওই গ্রামের মৃত জাব্বার আলীর ছেলে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) বিকাল তার মরদেহ উদ্ধার করা হয়।

শিশু আনসারীর মা মােস্তারা খাতুন জানান,আনসারী গত বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি আসে। এরপর খাবার খেয়ে বাড়ির বাইরে খেলতে গিয়েছিল। পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ বিকালে বাড়ির পাশে একটি গর্তে আমার সন্তান আনসারীর মরদেহ ভাসতে দেখে প্রতিবেশীরা। কিভাবে আমার সন্তানের মৃত্যু হয়েছে, তা এখনও বুঝতে পারিনি।

গাংনী থানার ওসি বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,শিশু আনসারীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন