Home » মেহেরপুরে পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মেহেরপুরে পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কর্তৃক ajkermeherpur
37 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

অদ্য ২৭ নভেম্বর ২০২৫ খ্রি. মেহেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়-এর মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বদলিজনীত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মেহেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে প্রায় ০৩ মাস কর্মকালীন সময়ের স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনা, সাহসী পদক্ষেপ, অধস্তন পুলিশ সদস্যদের কল্যাণ, ছুটি এবং সর্বোপরি মেহেরপুর জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন নিয়ে স্মৃতিচারণ করেন। জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ স্মৃতিচারণে অংশগ্রহণ করেন।

বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী তাঁর মেধা, প্রজ্ঞা, সততা, নিষ্ঠা এবং সাহসিকতার সাথে সুন্দরভাবে জেলা পুলিশের সকল কার্যক্রম সম্পাদন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও(১), ওসি ডিবি, আর.আই, কোর্ট ইন্সপেক্টর, টিআই, আরও-১, সিভিল স্টাফসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন