আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের সামাজিক সংগঠন খোকসা যুব সংঘ অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গ্রামের সহযোগিতা সংগঠনের পক্ষ থেকে দুই ব্যক্তির মাঝে অর্থসহ এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, একজন উপকারভোগীর হাতে কিছু পরিমাণ নগদ অর্থ তুলে দেওয়া হয় এবং অপরজনকে অর্থের পাশাপাশি তার বাড়িতে গিয়ে এক মাসের বাজার পৌঁছে দেওয়া হয়।
এই মানবিক কর্মসূচিতে নেতৃত্ব দেন খোকসা যুব সংঘের সভাপতি সামসুজ্জামান হামিদুল। আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম, উপদেষ্টা সামসুজ্জোহা সামিদুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা, অর্থ সম্পাদক শরিফুজ্জামান টুটুল, সহ-সাধারণ সম্পাদক হেলাল, সাংগঠনিক সম্পাদক আবির, খাদ্য সম্পাদক মোশারফ, অফিস ও মিডিয়া সম্পাদক মাজহারুল ইসলাম, নির্বাহী সদস্য মাসুম রেজা, সদস্য সাইফুল ইসলাম ও তারিফ প্রমুখ।
খোকসা যুব সংঘের সভাপতি বলেন , ভবিষ্যতেও তাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

