Home » অক্সিজেন লাগছে খালেদা জিয়ার, প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ

অক্সিজেন লাগছে খালেদা জিয়ার, প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ

কর্তৃক ajkermeherpur
18 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) টানা পাঁচ দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, রোববার রাত থেকে খালেদা জিয়াকে ৮–১০ লিটার অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। তার অবস্থার অবনতি হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) প্রস্তুত রাখা হয়েছে। যদিও এখনো তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়নি, তবে আইসিইউর কয়েকটি গুরুত্বপূর্ণ সাপোর্ট সিসিইউতেই যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, “ম্যাডামের অবস্থার হালকা অবনতি হয়েছে। আইসিইউতে নেওয়া হয়নি, তবে সব প্রস্তুত রাখা হয়েছে। এটি সাধারণ আইসিইউর মতো নয়—সব ধরনের সাপোর্ট আছে। মেডিকেল বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। দোয়া কামনা করছি।”

গত বৃহস্পতিবার দুপুরে সংক্রমণের শঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রক্রিয়া চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী হলে আন্তর্জাতিক ট্রান্সফারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবারও বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

এরই মধ্যে মেডিকেল বোর্ডে নতুন সদস্য হিসেবে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হয়েছেন—যেখানে খালেদা জিয়া এ বছরের জানুয়ারিতে চিকিৎসা নিয়েছিলেন। দেশি–বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন নিয়মিত বৈঠক করছে।

লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হসপিটালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি আলোচনায় অংশ নিচ্ছেন এবং চিকিৎসা পরিকল্পনা পর্যালোচনা করছেন

০ মন্তব্য

You may also like

মতামত দিন