Home » ওসমান হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেয়া হয়েছিলো: সংস্কৃতি উপদেষ্টা

ওসমান হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেয়া হয়েছিলো: সংস্কৃতি উপদেষ্টা

কর্তৃক ajkermeherpur
40 ভিউজ

ঢাকা-আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আগে বহুবার ভারতীয় নম্বর থেকে ফোনে হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।তিনি বলেছেন, হাদি আগেই একাধিকবার ভারতীয় নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিলেন, আর শুক্রবারের হামলা সেই উদ্বেগকে আরও স্পষ্ট করে দিলো।

শুক্রবার বিকেলে ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লেখেন।তিনি দাবি করেন, হাদি এর আগেও বারবার ভারতীয় নম্বর থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন। গত কয়েকদিন ধরে ভারতের ভেতর থেকে তাকে একের পর এক খুনের হুমকি দেয়া হচ্ছিলো, আর আজকে সে গুলিবিদ্ধ হলো।মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমরা এখনো জানি না কারা এই হামলা করেছে। কিন্তু যারাই ঘটাক, এর দায় এড়ানো যাবে না। এই হামলা শুধু একজন প্রার্থীর ওপর আক্রমণ নয়, এটা বিরোধী কণ্ঠকে ভয় দেখানোর চেষ্টা।’

০ মন্তব্য

You may also like

মতামত দিন