নিজস্ব প্রতিবেদকঃ
খুলনা সাহিত্য একাডেমির সাহিত্য আসর ও শোক দিবস শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৫ আগস্ট-২১ইং) সন্ধ্যায় খুলনা নগরীর খালিশপুর নেভী চেকপোস্ট সাহিত্য একাডেমি কার্যালয়ে সাহিত্য পাঠের আসর ও শোক দিবস শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
খুলনা সাহিত্য একাডেমি’র সাহিত্য আসর ও শোক দিবস শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠানে সভাপতি হিসেবে আসন গ্রহন করেন- বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব, সাহিত্য সমালোচক ও গবেষক অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। আলোচনাসভাতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা “মোমেনশাহী দর্পণ” এর প্রধান সম্পাদক ও প্রকাশক, সংগঠক, শিক্ষক মোঃ জুবায়েদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ রফিকুল ইসলাম ডালিম, কবি সুমন খান, শেখ ইমরান হোসেন, মোঃ ফাহিম হোসেন, রফিকুল ইসলাম মুন্না, মেহেবুব মল্লিক, নাসির উদ্দীন, রুবেল মিয়া, সিদ্দিকুর রহমান, দীন ইসলাম, হায়দার আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- মল্লিক জাহিদুল ইসলাম।