Home » হাদির নামই হবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা: রুকাইয়া জাহান চমক

হাদির নামই হবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা: রুকাইয়া জাহান চমক

কর্তৃক ajkermeherpur
53 ভিউজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি হাদিকে ঘিরে আবেগঘন ও প্রতিবাদী মন্তব্য করেন।

রুকাইয়া জাহান চমক বলেন, “হাদী হয়তো ফিরবে, আরও জোরালো গর্জনে। আর যদি না ফেরে, তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা।”তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্যটিকে গণতন্ত্র, প্রতিবাদ ও ন্যায়বিচারের পক্ষে একটি শক্ত অবস্থান হিসেবে দেখছেন।উল্লেখ্য, রাজধানীতে গুলিবিদ্ধ হওয়ার পর হাদি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার ওপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক ও সাংস্কৃতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন