Home » ধর্ষণ মামলায় গায়ক নোবেলের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের

ধর্ষণ মামলায় গায়ক নোবেলের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের

কর্তৃক ajkermeherpur
35 ভিউজ

ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীকে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। কারাবন্দি অবস্থায় বাদীকে বিয়ে করে জামিনে মুক্তি পেলেও তদন্ত শেষে নোবেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ পরিদর্শক মুরাদ হোসেন বলেন, ‘ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনের মামলা আপসযোগ্য নয়। তাঁরা হয়তো আপস করেছেন, কিন্তু কোনো কাগজ দেননি। নোটিশ দিয়েও আসেননি। অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযোগপত্র দিয়েছি।’

আদালত সূত্র জানায়, গত ২৯ নভেম্বর অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর অভিযোগপত্র উপস্থাপন করা হবে। মামলায় নোবেল জামিনে আছেন।অভিযোগপত্রে বলা হয়, নোবেল বাদীকে বসতঘরে আটকে রেখে ধর্ষণ করেন এবং ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও করেন। তাঁর কথামতো না চললে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন সময় বাদীকে মারধরের কথাও অভিযোগে উল্লেখ আছে।

আরো বলা হয়, মোহাম্মদপুরে ভাড়া থাকাকালে ইডেন শিক্ষার্থীর সঙ্গে ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের পরিচয় হয়। গত বছরের ১২ নভেম্বর তিনি বাদীকে স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা এলাকার বাসায় নিয়ে যান। বাদী বের হতে চাইলে নোবেল ও আরো দুই-তিনজন তাঁকে আটকে রাখেন এবং তাঁর মোবাইল ফোন নিয়ে নেন। পরিবারের সঙ্গে কথা বলতে চাইলে ২৬ হাজার টাকার ফোনটি ভেঙে ফেলেন নোবেল।

সেদিনই নোবেল গ্রেপ্তার হন এবং আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন। পরে কারামুক্ত হতে নোবেল ওই তরুণীকে বিয়ের সিদ্ধান্ত নেন। আদালতের অনুমতি নিয়ে ২০ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিয়ে সম্পন্ন হয়। কাবিন ধার্য হয় ১০ লাখ টাকা। চার দিন পর তিনি জামিনে মুক্তি পান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন