মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১৪ ডিসেম্বর ) সকাল ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত গণকবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির, জেলা পুলিশের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে আহ্বায়ক আলহাজ্ব শামসুল আলম সোনা, জেলা পরিষদের পক্ষে প্রশাসক সামিউল ইসলাম এবং সদর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পার্থ প্রীতম শীল, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এরপর মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তাঁদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
