Home » মেহেরপুরে মহান বিজয় দিবসে জেলা জামায়াতে ইসলামী বিজয় র‍্যালি

মেহেরপুরে মহান বিজয় দিবসে জেলা জামায়াতে ইসলামী বিজয় র‍্যালি

কর্তৃক ajkermeherpur
46 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার যুব বিভাগের উদ্যোগে একটি বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি বিকেল সাড়ে ৩টায় জেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-মুজিবনগর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সূরা কমিটির সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, মেহেরপুর পৌর আমীর সোহেল রানা ডলার, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুস সালাম, জেলা সেক্রেটারি সাইদুর রহমানসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

০ মন্তব্য

You may also like

মতামত দিন