Home » জামায়াতের সাথে কথা বলবো, যেন হাদীর আসনে কোন প্রার্থী না দেয়: ইলিয়াস হোসেন

জামায়াতের সাথে কথা বলবো, যেন হাদীর আসনে কোন প্রার্থী না দেয়: ইলিয়াস হোসেন

কর্তৃক ajkermeherpur
57 ভিউজ

ভাই আমার আমি দরকার হলে জামায়াতের নেতাদের পায়ে ধরবো ভাই, তবে তোকে কিন্তু ফিরে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।

আজ বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক এক পোস্টে এ মন্তব্য করেন সাংবাদিক ইলিয়াস।

ইলিয়াস হোসেন তার পোস্টে জানান, ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের নাম প্রার্থী হিসেবে আলোচনায় আসার পর ওসমান হাদী সাদিক কায়েমকে স্বাগত জানিয়ে একটা পোস্ট করে৷ পোস্ট করার পর হাদী কেন জানি পোস্টের লিংকটা আমাকে পাঠালো৷ হয়তো বুঝাতে চেয়েছিলো সাদিক কায়েমের মতো শক্তিশালী প্রার্থী যেন জামায়াত তার বিপরীতে না দেয়৷

কিছু জিজ্ঞেস না করেই আমি হাদীকে রিপ্লে দিয়েছিলাম উল্লেখ করে তিনি আরো জানান, জামায়াতের সাথে কথা বলবো, হাদীর আসনে যেন জামায়াত কোন প্রার্থী না দেয়৷ হাদী একটা লাভ রিয়েক্ট দিলো৷ ওইটাই ছিলো আমাদের শেষ কথা৷ ডিসেম্বরের ৬ তারিখ!

পোস্টের শেষে সাংবাদিক ইলিয়াস জানান, হাদী, ভাই আমার আমি দরকার হলে জামায়াতের নেতাদের পায়ে ধরবে ভাই, তবে তোকে কিন্তু ফিরে আসতে হবে৷ প্লিজ ভাই তুই আবার আগের মতো ফোন করবি, টেক্সট করবি, আবদার করবি, প্রোগ্রামের সুচী পাঠাবি আমি আমার পেইজে শেয়ার দিবো ইনশাআল্লাহ্৷

০ মন্তব্য

You may also like

মতামত দিন