Home » সিঙ্গাপুর থেকে ঢাকার পথে ওসমান হাদির মরদেহবাহী বিমান

সিঙ্গাপুর থেকে ঢাকার পথে ওসমান হাদির মরদেহবাহী বিমান

কর্তৃক ajkermeherpur
45 ভিউজ

সিঙ্গাপুর থেকে ঢাকার পথে শরিফ ওসমান হাদির মরদেহবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি উড্ডয়ন করেছে। আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমানের ফ্লাইটটি উড্ডয়ন করে। নির্ধারিত সময়ের আগে বিকেল ৫টা ৪৬ মিনিটে ঢাকায় অবতরণ করবে বলে জানা গিয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান–পরবর্তী সময়ের সবচেয়ে আলোচিত তরুণ কণ্ঠ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে থেমে যায় তার স্পন্দন, থেমে যায় এক সাহসী জীবনের সংগ্রাম।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে রাখা হয় তাকে। চিকিৎসকদের ভাষায়, তার অবস্থা ছিল ‘অত্যন্ত সংকটজনক’।উন্নত চিকিৎসার আশায় সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেয়া হয় সিঙ্গাপুরে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল; দীর্ঘ এক যাত্রা, যার শেষটা আর দেশে ফেরা হলো না। তিন দিনের জীবন-মৃত্যুর লড়াই শেষে হার মানেন এই তরুণ নেতা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন