Home » মেহেরপুরে গাজাঁ সেবনরত অবস্থায় যুবক আটক

মেহেরপুরে গাজাঁ সেবনরত অবস্থায় যুবক আটক

কর্তৃক ajkermeherpur
206 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

মেহেরপুর শহরের ঘাট পাড়ায় জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে আবির হোসেন নামের এক যুবক কে গাজাঁ সেবনরত অবস্থায় আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক যুবক আবির হোসেন কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন বিচারক । এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হাবিবুর রহমান। আটক আবির হোসেন ঘাট পাড়ার আশাদুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমান আদাল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৌর এলাকার ঘাট পাড়ায় আবির হোসেনের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাকে আটক করেন। দণ্ডপ্রাপ্ত আবির হোসেন কে রাতেই মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। অভিযানে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই মতিয়ার রহমান সহ জেলা আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন