ডেস্ক রিপোর্টার:
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় লিজন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহযোগী রকিবুল ইসলাম। মঙ্গলবার (সকাল) মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর বাইপাস সড়কে বালুবোঝাই একটি ড্রাম্পের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিজন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে। আহত রকিবুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রচণ্ড ঘন কুয়াশার মধ্যে পেশায় রাজমিস্ত্রি লিজন মোটরসাইকেলযোগে তার সহযোগী রকিবুলকে নিয়ে টেংরামারীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে আশরাফপুর বোরিং এলাকার বাইপাস সড়কে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ড্রাম্পের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিজনের মৃত্যু হয়।
