প্রতিনিধি: তন্ময় সাহা
মেহেরপুর জেলাজুড়ে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে চরম শীত অনুভূত হচ্ছে। টানা কয়েক দিন ধরে সূর্যের দেখা না মেলায় পুরো জেলা যেন কুয়াশার চাদরে আটকে পড়েছে। ভোর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব এতটাই বেশি থাকছে যে স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ঘন কুয়াশার কারণে জেলার সড়ক ও মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে সকালের দিকে দূরপাল্লার বাস, ট্রাক, ইজিবাইক ও মোটরসাইকেল চালকরা বিপাকে পড়ছেন। অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত ধীরগতিতে চলতে দেখা গেছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ, দিনমজুর, রিকশাচালক ও নিম্নআয়ের পরিবারগুলো। ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষরা শীতের কারণে ঠিকমতো কাজে যেতে পারছেন না। অনেকেই খড়কুটো জ্বালিয়ে বা মোটা কাপড় গায়ে জড়িয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মেহেরপুরে তাপমাত্রা নিম্নমুখী রয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন কুয়াশা ও শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের আবহাওয়ায় শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা প্রয়োজন। শীতজনিত রোগ যেমন সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টের ঝুঁকি বেড়ে যেতে পারে। পর্যাপ্ত গরম পোশাক পরা ও উষ্ণ খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
