Home » মেহেরপুরের নুরপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে ১ ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা

মেহেরপুরের নুরপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে ১ ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা

কর্তৃক ajkermeherpur
88 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর :

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নূরপুর বাজারে ফল ও মিষ্টির দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বাজারের অধিকাংশ দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য অপসারণ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের পাকা ভাউচার সংরক্ষণ এবং দোকানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা মোতাবেক একজন ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন