প্রতিনিধি: তন্ময় সাহা
মেহেরপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবারে।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে,
আগামীকাল শনিবার জরুরি রক্ষণাবেক্ষণ ও কারিগরি কাজের জন্য
সকাল ৭টা ঘটিকা থেকে বিকেল ৪টা ঘটিকা পর্যন্ত মেহেরপুর জেলার নির্দিষ্ট এলাকায়
বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংশ্লিষ্ট এলাকার সকল গ্রাহককে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ সম্পন্ন হলে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে। তবে অনিবার্য কারণে সময়ের সামান্য পরিবর্তন হতে পারে।
