Home » মেহেরপুর ২ আসনে জামায়াতে প্রার্থী নাজমুল হুদাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেতা সাকিল আহমাদ

মেহেরপুর ২ আসনে জামায়াতে প্রার্থী নাজমুল হুদাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেতা সাকিল আহমাদ

কর্তৃক xVS2UqarHx07
78 ভিউজ

জামায়াত মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো: নাজমুল হুদাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এনসিপি কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সাকিল আহমাদ । তিনি ফেসবুকে লিখেছেন

প্রিয় গাংনীবাসী, আসসালামু আলাইকুম।
আপনারা জানেন, আজ জামায়াত ইসলামসহ ৮ দলের সাথে এনসিপির নির্বাচনী সমোঝোতা জোট হয়েছে। সেই জোটের প্রার্থী হিসেবে মেহেরপুর-২ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মো: নাজমুল হুদা মনোনীত হয়েছেন।

আমি অ্যাডভোকেট সাকিল আহমাদ, কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে গণভোট এবং শাপলা কলির বয়ান নিয়ে কাজ করেছি। আমি জোটের প্রার্থী নাজমুল হুদার প্রতি আমার সমর্থন ব্যক্ত করছি। আশা করি মানুষ জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মানে এই জোটকে বিজয়ী করবে।

আমি এনসিপির সকল নেতাকর্মীদেরকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে জোটের প্রার্থীর পক্ষে জনসমর্থনের জন্য কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করছি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন