Home » মেহেরপুর-১ তাজউদ্দিন খানের বার্ষিক আয় ৪ লাখ ৩৭ হাজার টাকা স্থাবর ১ কোটি টাকা, অস্থাবর ২২ লাখ ২১ হাজার টাকা

মেহেরপুর-১ তাজউদ্দিন খানের বার্ষিক আয় ৪ লাখ ৩৭ হাজার টাকা স্থাবর ১ কোটি টাকা, অস্থাবর ২২ লাখ ২১ হাজার টাকা

কর্তৃক xVS2UqarHx07
167 ভিউজ

মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মোঃ তাজউদ্দিন খান। তাঁর বাৎসরিক আয় ৪ লাখ ৩৭ হাজার ৯২৩ টাকা। এর মধ্যে চাকরি থেকে ২ লাখ ৩৭ হাজার ৯২৩ টাকা এবং ব্যবসা থেকে আয় করেন ২ লাখ টাকা।

তাঁর বাড়ি ও কৃষিজমি মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ১ কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামার আয়কর বিবরণীতে তিনি এ তথ্য উল্লেখ করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া তাজউদ্দিন খাঁনের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, তাঁর অর্জিত ১ একর ১৭ শতাংশ কৃষিজমি, ৭ শতক বাড়ি, ইলেকট্রনিক্স সামগ্রী ও অন্যান্য আসবাবপত্র রয়েছে।

তাঁর হাতে নগদ অর্থ রয়েছে ২২ লাখ ২১ হাজার ২৪৪ টাকা, যা তিনি চাকরি ও নিজস্ব সম্পদ থেকে আয় করেছেন। ২০২৫-২৬ অর্থবছরে তিনি আয়কর দিয়েছেন ৩ হাজার টাকা।

তাঁর স্ত্রী মোছাঃ মনোয়ারা খাতুন একজন গৃহিণী। স্ত্রীর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ১০ তোলা স্বর্ণ রয়েছে।

মোঃ তাজউদ্দিন খাঁনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ১৫টি মামলা হয়েছে। এর মধ্যে ১৪টি মামলায় খালাস এবং একটি মামলা নিষ্পত্তি হয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন