Home » এশার নামাজ চলাকালে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

এশার নামাজ চলাকালে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
58 ভিউজ

ঝালকাঠিতে এশার নামাজ চলাকালে সেজদারত অবস্থায় আবুল হোসেন তালুকদার (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে নলছিটি উপজেলার কুমারখালী বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন তালুকদার উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের মৃত আব্দুল মান্নান তালুকদারের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

মসজিদ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে এশার নামাজ আদায়ের সময় সেজদায় যাওয়ার পর তিনি দীর্ঘ সময় উঠছিলেন না। নামাজ শেষ হলে আশপাশের মুসল্লিরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখেন তিনি নিথর পড়ে রয়েছেন। পরে দেখা যায়, নামাজরত অবস্থাতেই তার মৃত্যু হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে জানাজা শেষে তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর দিন সকাল থেকে তিনি ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। সন্ধ্যায় মাগরিবের নামাজ ঘরে আদায় করে কেনাকাটার উদ্দেশে বাজারে বের হন। পরে এশার নামাজ পড়তে কুমারখালী বাজার মসজিদে গেলে সেখানে সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, আল্লাহ তাকে যেভাবে নিয়েছেন, সেটাকে আমরা সৌভাগ্য হিসেবেই দেখছি। ইবাদতের মধ্যেই তার শেষ সময় এসেছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন