Home » মুজিবনগরে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের গাড়ির প্রদর্শনী

মুজিবনগরে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের গাড়ির প্রদর্শনী

কর্তৃক ajkermeherpur
34 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় গণভোট ও আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ভোটের গাড়ির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৬জানুয়ারি ২০২৬) বিকেল ৩টার সময় মুজিবনগর উপজেলায় এ ভোটের গাড়ি উপস্থিত হয়। গণভোট সংসদ নির্বাচন ২০২৬ এবং আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ আনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণকে ভোটের গুরুত্ব ও প্রযুক্তিনির্ভর ভোটিং পদ্ধতি সম্পর্কে অবহিত করতেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জানা যায়, মাননীয় উপদেষ্টার উদ্বোধনের মাধ্যমে সারা দেশে মোট ১০টি বিশেষায়িত টেরো ভ্যান চালু করা হয়েছে। এসব ভোটের গাড়ি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঘুরে ঘুরে ভোটারদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় মুজিবনগর উপজেলায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে ভোটের গাড়িতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও ভোটিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাইফুল হুদা বলেন,
“আগামী দিনে প্রযুক্তির মাধ্যমে মুজিবনগরের প্রতিটি ইউনিয়ন ও প্রত্যেকটি গ্রামে গ্রামে এ ধরনের প্রদর্শনী কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে ভোট প্রদানের প্রক্রিয়া বুঝতে পারে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জাহিদুল ইসলাম,থানার সেকেন্ড অফিসার জনাব গৌতম সরকার, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও জনাব আসাদুজ্জামানসহ উপজেলার কৃষি অফিসার জনাব মমিনুল,
মুজিবনগর আনসার ভিডিপি এর অফিসার জেসমিন সুলতানা, সমাজসেবা অফিসার জনাব মাহমুদূর অসাম, প্রেসক্লাবের সভাপতি মুন্সি ও মোর ফারুক প্রিন্স।

এছাড়াও রাজনৈতিক দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুজিবনগর উপজেলা শাখার নেতাকর্মী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রদর্শনীটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ভোটের গাড়ির এই প্রদর্শনীর মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন