Home » মেহেরপুরে দুই উপজেলার পৃথক ভ্রাম্যমাণ আদালত: মোট ১১টি মামলায় জরিমানা আদায়

মেহেরপুরে দুই উপজেলার পৃথক ভ্রাম্যমাণ আদালত: মোট ১১টি মামলায় জরিমানা আদায়

কর্তৃক ajkermeherpur
40 ভিউজ

স্টাফ রিপোর্টার, মেহেরপুর

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৬) মেহেরপুর জেলায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে মোট ১১টি মামলায় আর্থিক জরিমানা আদায় করেছে।

সদর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোসা: খাদিজা আক্তার–এর নেতৃত্বে টিটিসি সংলগ্ন এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারায় অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশদূষণ ও আইন অমান্যের অভিযোগে ৬টি মামলায় মোট ৩,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে, গাংনী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাবিদ হোসেন–এর নেতৃত্বে গাংনী বাজার সংলগ্ন এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬, ৭২ ও ৯২ ধারায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিয়মবহির্ভূত যান চলাচল ও আইন লঙ্ঘনের দায়ে ৫টি মামলায় মোট ২,৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

জেলা প্রশাসন জানায়, আইন-শৃঙ্খলা বজায় রাখা, পরিবেশ রক্ষা ও সুষ্ঠু সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন