ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা
আজ বৃহস্পতিবার ভোর পৌনে ছয়টা। চুয়াডাঙ্গা শহরের কানাপুকুর সংলগ্ন রেলবাজার এলাকায় ঘটে গেলো এক অপ্রত্যাশিত ঘটনা। বেপরোয়া গতির একটি বালুবাহী ড্রাম ট্রাক সোজা ঢুকে পড়ে ব্যবসায়ী মরহুম বাচ্চু মিয়ার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে। প্রচণ্ড শব্দে এলাকাবাসী মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়েন।
স্থানীয়দের তথ্যানুসারে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তা থেকে সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এতে বাড়ির প্রাচীর ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে সৌভাগ্যক্রমে বাড়ির ভেতরে কেউ আহত হয়নি বলে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটির মালিক চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাস স্ট্যান্ড পাড়ার বাসিন্দা ইসমাইল মিস্ত্রি। ট্রাকটি বালু বোঝাই অবস্থায় দ্রুতগতিতে চলছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
দুর্ঘটনার পর ট্রাকচালককে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে জানান এলাকাবাসী। এদিকে, স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
