Home » মেহেরপুরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধারকৃত মোবাইল ও অর্থ হস্তান্তর

মেহেরপুরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধারকৃত মোবাইল ও অর্থ হস্তান্তর

কর্তৃক xVS2UqarHx07
15 ভিউজ

মেহেরপুরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধারকৃত মোবাইল ও অর্থ হস্তান্তর

মেহেরপুরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ হওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিসেম্বর ২০২৫ মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুর কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ এ সময় ভুক্তভোগীদের বুঝিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়। তিনি উদ্ধারকৃত মোবাইল ফোন ও প্রতারণাকৃত নগদ অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সূত্রে জানা যায়, ডিসেম্বর ২০২৫ মাসে সাধারণ ডায়েরিভুক্ত সর্বমোট ৯২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ হওয়া নগদ ও বিকাশের মোট ৫৫ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এছাড়াও বিভিন্ন থানায় নিখোঁজ ব্যক্তি উদ্ধারে থানা পুলিশকে সহায়তা করে ৪ জন ভিকটিম উদ্ধার করা হয়। একই সময়ে একাধিক ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে।

ডিসেম্বর ২০২৫ মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুরের সাফল্যের উদ্ধারকৃত মোবাইল ফোন ৯২টি,
উদ্ধারকৃত নগদ/বিকাশের অর্থ ৫৫,০০০ টাকা,ভিকটিম উদ্ধারে সহায়তা ৪ জন,ফেসবুক আইডি রিকোভারি ১৩টি।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুর জানায়, জনগণের সেবা নিশ্চিত করতে এবং সাইবার অপরাধ দমনে তাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন