দামুড়হুদা প্রতিনিধি হাফিজুর রহমান:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের সময় উথলী রেলস্টেশনের লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশের সময় ট্রেনটির ৫টি বগি লাইনচ্যুত হয়। তেলবাহী ট্রেনটি খুলনা থেকে ছেড়ে এসে নাটোর যাচ্ছিলো।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা নাটোরগামী তেলভর্তি কেএন-১৭ ট্রেনটি রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উথলী রেলস্টেশনের লুপলাইনে প্রবেশ করে দাঁড়িয়েছিলো। ঢাকাগামী আপ ৭২৫ সুন্দরবন ট্রেনটি মেইন লাইন দিয়ে দর্শনার দিকে চলে যাওয়ার কিছুক্ষণ পর তেলবাহী ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করে। এ সময় লুপলাইন থেকে মেইন লাইনে প্রবেশের সময় তেলবাহী ট্রেনটির ৫টি বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনায় খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়েছে অসংখ্য যাত্রী। ঘটনাস্থলে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায়নি। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছানোর পর উদ্ধার কাজ শুরু হয়েছে। জানিয়েছেন উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আলী আহাম্মদ।