ঠাকুরগাঁও প্রতিনিধি আলমগীর:
ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর সুরক্ষা প্রকল্প কৃষকদের মাঝে বোরো শস্য বীমা দাবী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুধবার দুপুরে ইকো পাঠশালায় রঘুনাথপুর পীরগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রেখে সুরক্ষা প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বোরো শস্য বীমা দাবীর টাকা কৃষকদের হাতে তুলে দেন উপপরিচালক খামার বাড়ি ঠাকুরগাঁও, কৃষিবিদ আবু-হোসেন।
ফোকাল পার্সন ইউএসডিও- সুরক্ষা প্রকল্প র্দেবাশীষ সরকার এর সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সিরাজুল ইসলাম,জেলা প্রশিক্ষণ কর্মকর্তা খামার বাড়ি ঠাকুরগাঁও , রাজেন্দ্রনাথ, উপজেলা কৃষি অফিসার পীরগঞ্জ ঠাকুরগাঁও,রফিকুল ইসলাম ফিল্ড কো-অর্ডিনেটর( সিনজেন্টা ফাউন্ডেশন) রিফাত হাসান প্রজেক্ট অফিসার সিনজেন্টা ফাউন্ডেশন,
এছাড়া আরো উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন (বাবুল) সহ ইএসডিও, সিনজেন্টা ফাউন্ডেশনের কর্মকর্তা গন এবং ইলেক্টিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন
উক্ত অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন খাতিবর রহমান সুরক্ষা প্রকল্প ইএসডিও