Home » কুষ্টিয়া ঝাউদিয়া শাহী মসজিদের মান্নতের মাৎস ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১জন নিহত, আটক ৩

কুষ্টিয়া ঝাউদিয়া শাহী মসজিদের মান্নতের মাৎস ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১জন নিহত, আটক ৩

কর্তৃক xVS2UqarHx07
337 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

কুষ্টিয়ায় ঝাউদিয়া শাহী মসজিদের মান্নতের মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কবির খান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (০৪ সেপ্টেম্বর) বিকেল ২ টার দিকে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া শাহী মসজীদের সামনে এই ঘটনা ঘটে।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান রতন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কবির খান কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া শাহী মসজিদপাড়া এলাকার মৃত মান্নান খানের ছেলে।ঈদের পাচদিন আগে তিনি বিদেশ থেকে বাড়ি আসছেন।আর পাচদিন পরে কবির দেশ ছেড়ে বিদেশ যাবেন বলে তার পরিবার জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে মসজিদের মানতের মাংস ভাগাভাগি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার ঝাউদিয়া শাহী মসজিদে চুয়াডাঙ্গার দর্শনা এলাকা থেকে কয়েকজন আসেন। তারা মানত হিসেবে মসজিদে একটি খাসি প্রদান করেন। সেই খাসির মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে আসাদ চৌধুরী ও মুরাদ চৌধুরী,মিঠু চৌধুরী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ কবির খান মিমাংস করতে গেলে লাঠির আঘাতে নামে কবির খান নিহত হন।

ওসি মুস্তাফিজুর রহমান রতন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস বলেন, মান্নতের মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়।কবির খান বিষয়টি মিমাংস করতে গেলে লাঠির আঘাতে কবির খানের মৃত্যু হয়।

ঝাউদিয়া শাহী মসজিদ দেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। জেলা সদরের ঝাউদিয়া গ্রামে অবস্থিত বলে গ্রামের নাম অনুসারে এই মসজিদটির নাম রাখা হয়েছে ‘ঝাউদিয়া শাহী মসজিদ’। মসজিদটি নির্মাণে ইট, পাথর, বালু ও চিনামাটি ব্যবহার করা হয়েছে। দূর-দূরান্ত থেকে এ মসজিদে বহু মানুষ আসে। তাদের মধ্যে অনেকেই এখানে নানা ধরনের জিনিস দেওয়ার মান্নত করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন