Home » সরকারি কর্মকর্তাদের স্যার-ম্যাডাম বলার নিয়ম নেই

সরকারি কর্মকর্তাদের স্যার-ম্যাডাম বলার নিয়ম নেই

কর্তৃক xVS2UqarHx07
316 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করতে হবে, এমন কোনো নীতি নেই।’

আজ মঙ্গলবার সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, ‘আমি বারবার বলেছি, দুর্ব্যবহার দুর্নীতির সামিল। কোনোভাবেই, এটা করা যাবে না। আপনি অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে কথা বলুন।’

‘স্যার শব্দের অর্থ হচ্ছে মহোদয়, ম্যাডাম শব্দের অর্থ হচ্ছে মহোদয়া। জনাব, জনাবা। আমাদের জাতির পিতার নির্দেশনা কী ছিল? “যারা তোমাদের কাছে সেবা নিতে আসে তার দিকে তাকাও। তারা তোমার ভাইয়ের মতো, বাবার মতো, তোমার আত্মীয়ের মতো।” আর বঙ্গমাতা বলেছেন, “যারা সেবা নিতে আসেন, তারা জনগণ। জনগণের সেবক হও। জনগণের টাকায় তোমাদের বেতন হয়।” সেটি কিন্তু স্মরণ করিয়ে দিয়েছেন।’

প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আপনার আচরণ সরকারের আচরণ। সাধারণ মানুষ মনে করে আপনার আচরণ, আপনার অফিস প্রধানমন্ত্রীর অফিসের একটি অংশ।’

সূত্র:দ্য ডেইলি স্টার বাংলা

০ মন্তব্য

You may also like

মতামত দিন