Home » কোটচাঁদপুরে ট্রেনে কেটে ৬০বছরে এক বৃদ্ধের মৃত্যু

কোটচাঁদপুরে ট্রেনে কেটে ৬০বছরে এক বৃদ্ধের মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
242 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:

কোটচাঁদপুরে রেলষ্টেশনে অদুরে ট্রেনে কাটা পড়ে মোঃ সিরাজ মন্ডল (৬০) নামে একজন মারা গেছেন।(১১সেপ্টেম্বর)শনিবার রাত ১১ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সিমান্ত এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী ঢোকার সময় এ ঘটনা ঘটে।

জানাযায় নিহত মোঃ সিরাজ মন্ডল উপজেলার ১ নং সাফদার ইউনিয়ন ৪ নং ওয়ার্ড রাজাপুর গ্রামের মৃত লবা তরফদার এর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়,তিনি অনেক আগ থেকেই মানসিক ভারসাম্যহীন রোগী,এর আগে তিনি গলায় ফাঁস সহ আত্মহত্যা করতে যেয়ে কয়েক বার বেচে গেছেন। গত শনিবার সন্ধার সময় ছেলের কাছে চায়ের দোকানে বাকী বিল দেবে বলে টাকা চাই ২০০ ছেলে মোঃ হাবিবুর রহমান (অন্তর)টাকা দেই এক শত এবং বলে দেয় ৫০ টাকা দোকানে দিবে আর ৫০ টাকা তুমি চা বিড়ি কিনবে কিন্ত টাকা দিতে দেরি হওয়াই রাগে ক্ষোভে রাত ১১ টার দিকে বাড়ির পাশে চার শত গজ দুরে বাগান মাঠ নামক স্থানে ট্রেন লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেন।তাতে দেহ দ্বিখন্ডিত হয়ে মৃত্যু ঘটে।

এসময় নিহত পরিবারের কাছ থেকে জানা যায়,নিহত সিরাজ কিছু দিন ধরে মানষিক ভারসাম্যহীনতায় অসুস্থ ছিলেন।এসময় সাফদারপুর ফাড়ির কর্তব্যরত অফিসার আইসি মোঃ ওজিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে(১২ সেপ্টেম্বর)রবিবার সকাল আট টার সময় দূর্ঘটনার জায়গাটি পরিদর্শন করেন। তিনি জানান,এটি ট্রেন দূর্ঘটনা,যার কারনে এটা রেলওয়ে পুলিশ তদন্ত করবে এবং তারা লাশটি হস্তান্তর করবে।তারা না আসা পর্যন্ত লাশটি দেখার দ্বায়িত্ব আমাদের।এবিষয়ে রেলস্টেশনের কর্তব্যরত মাষ্টার গোলাম মোস্তফা বর্তমান ঝিনাইদহ টিভিকে জানান, দূর্ঘটনার সাথে সাথেই খুলনা ও যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির পুলিশ মোঃ তরিকুল ইসলামের নির্দেশে রবিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য যশোর নিয়ে যাওয়া হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন